যুক্তরাষ্ট্র সীমান্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনার প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ

এপ্রিল ১৩, ২০২২

150

যুক্তরাষ্ট্র সীমান্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন বিবেচনার প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ

পরিচয় রিপোর্ট: নিউইয়র্ক ষ্টেটের সাবেক গভর্ণর এন্ড্রু কুওমো রাজনীতিতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করেছেন। বেশ কয়েকজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগ উত্থাপনের পর ষ্টেট এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস এর রিপোর্টের প্রভাবে গত বছর পদত্যাগে বাধ্য হন এন্ড্রু কুওমো। নিউ ইয়র্ক এর ৫টি কাউন্টিতে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিটি মামলাই প্রত্যাহার করে নেন সংশ্লিষ্ট ডিষ্ট্রিক্ট এটর্ণীগণ। এই পরিপেক্ষিতে রাজনীতিতে ফিরে আসার পদক্ষেপ হিসেবে টেলিভিশন এড প্রস্তুত করা হচ্ছে জনসাধারণের কাছে সাবেক গভর্ণর এর নির্দোষ ইমেজ তুলে ধরে তা পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে । এন্ড্রু কুওমো অবশ্য বরাবরই নিজেকে নির্দোষ দাবী করে আসছিলেন। তাঁর আইনজীবীরা রাজনৈতিক উচ্চাভিলাস ও প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যেই এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস মনগড়া রিপোর্ট প্রণয়ন করে এন্ড্রু কুওমোকে পদত্যাগে বাধ্য করেছিলেন। রাজনীতিতে ফিরে এলেও কোন পদে নির্বাচন করবেন কিনা সে বিষয়ে তাঁর ঘনিষ্ঠজনরা এখনো মুখ খোলেন নি। তবে এন্ড্রু কুওমো পুনরায় এটর্ণী জেনারেল পদে নির্বাচনে একদমই আগ্রহী নন বলেও গত মাসে জানিয়ে দিয়েছেন। 

সোস্যাল শেয়ার :
মন্তব্য করুন

সর্বশেষ খবর

সাম্প্রতিক মন্তব্য

  • It is a long established fact that a reader will be distract...
  • It is a long established fact that a reader will be distract...
  • It is a long established fact that a reader will be distract...

আর্কাইভ